খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পৌর শহরে আনন্দ নগরে কাসাইয়ের হাতে রিনা আকতার নামে এক গর্ভবতি নারী খুন হয়েছে। আজ মঙ্গলবার বিকালে এ হত্যাকান্ড ঘটে। পুলিশ পুলিশ ঘাতক স্বামী আলী আকবরকে আটক করেছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেক মো: আব্দুল হান্নান জানান,কসাই আলী আকবর দুপুরে স্ত্রীকে গলা টিপে হত্যা করে ঘরের বাইরে তালা ঝুলিয়ে যায়। দীর্ঘক্ষণ কোন সাড়াশব্দ না পেয়ে রিনা আক্তারের পিতা মনীর আহমেদ বাসায় তালা ঝুলতে দেখে লোকজনকে খবর দেয়। এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতে ঝুলন্ত অবস্থায় রিনার লাশ উদ্বার করে। এ ব্যাপারে রিনার পিতা মনির আহমেদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।
রিনা আকতারের পিতা ফল ব্যবসায়ী মনির হোসেন জানান, প্রায় তিন বছর আগে চট্টগ্রামে লাল মিয়ার ছেলে আলী আকবরের সাথে তার মেয়ে রিনার বিয়ে দেয়। বিয়ের পর থেকে প্রনিয়িত নানা অজুহাতে রিনার উপর নির্যাতন চালাতো আলী আকবর। এ নিয়ে প্রায় দেড় ডজন গ্রাম্য সালিশ হয়েছে। আগামীকাল বুধবারও পৌরসভায় আরো একটি সালিশ হওয়ার কথা ছিল। তাদের ঘরে আড়াই বছরের একটি শিশু সন্তান রয়েছে। তাছাড়া রিনা বর্তমানে গর্ভবতি।
খাগড়াছড়িতে কসাইয়ের হাতে গর্ভবতী স্ত্রী খুন,ঘাতক স্বামী আটক
