নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:
শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, এই শ্লোগানে ও উৎসবমূখর পরিবেশে খাগড়াছড়িতে বই উৎসব পালিত হয়েছে। সকালে খাগড়াছড়ি জেলা সদরের পেড়াছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ উৎসবের উদ্বোধন করেন,স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও পুলিশ সুপার মো: মজিদ আলী, জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশ শারমিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফামেতা মেহের ইয়াসমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একই দিন খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুলে বই উৎসবের উদ্বোধন করেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মো: মজিদ আলী।
এ বছর খাগড়াছড়ি জেলায় ৭ শ৭১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ লাখ ৩ হাজার ৬৪৪ জন শিক্ষার্থীর মাঝে ৪লাখ ৬৪ হাজার ৩৮৮টি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।