‌‘ক্ষমতা বেশি দিন থাকে না, এটা আমানত অপব্যবহার করবেন না’

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতা-কর্মীদের সতর্ক করে বলেছেন, ক্ষমতা বেশি দিন থাকে না। এটা আমানত। ক্ষমতার অপব্যবহার করবেন না। টাকা-পয়সা বেশিদিন থাকবে না। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে টাকা পয়সা নিয়ে দেশে থাকতে পারবেন না। শনিবার সকাল সোয়া ১০টা থেকে বেলা ২.৩০টা পর্যন্ত নগরের পাঁচলাইশ থানাধীন একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন এ তিনি।

এ সময় কাদের হেফাজত ইসলামের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক প্রসঙ্গে বলেন, ‘আমরা হেফাজতের সঙ্গে কোনো চুক্তি করিনি। একটা শিক্ষাব্যবস্থাকে মূলধারায় নিয়ে এসেছি। ৭০ হাজার কওমি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৪ লাখ ছাত্র। এদের কোনো ঠিকানা নেই, ভবিষ্যৎ নেই। এরা ভবিষ্যতে চাকরি পাবে এর কোনো গ্যারান্টি নেই। তাই প্রচলিত শিক্ষাব্যবস্থায় এদের ফিরিয়ে এনেছি।’

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঞ্চালনায় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, প্রচার সম্পাদক হাছান মাহমুদ ।

অনুষ্ঠানস্থলে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ইসহাক মিয়া, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য এম এ লতিফ ও সাবিহা মুছা, কেন্দ্রীয় নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মঞ্চে থাকলেও তারা বক্তব্য রাখেননি।

মঞ্চে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন। সহ-সভাপতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং আফসারুল আমীন প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন না।

প্রতিনিধি সভায় তৃণমূল পর্যায়ের নেতারা দলের সাংগঠনিক চিত্র তুলে ধরেন। তবে কেউ দলের বিভক্তি বা দ্বন্দ্ব নিয়ে কথা বলেননি। তৃণমূল পর্যায়ের সব নেতার লিখিত বক্তব্য নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের কাছে জমা দিতে হয়েছে।