ক্ষমতায় আসতে জনসম্পৃক্ততা বাড়ান

একাত্তরলাইভডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ক্ষমতায় আসতে চাইলে বিদেশিদের কাছে ধর্না না দিয়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি করেন। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  মাহবুব উল আলম হানিফ বলেন, এই নির্বাচনের আগে অনেক কথাই হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রমাণ হয়েছে জনগণই ক্ষমতার উৎস। তারা ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করেছে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে বিএনপির নেতা-কর্মীদের মনে এক ধরনের উৎসাহ ছিল। তারা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে হিলারির বন্ধুত্ব, নির্বাচনী জরিপে হিলারির এগিয়ে থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। তাদের আশা ছিল হিলারি প্রেসিডেন্ট হলে বিএনপির সঙ্গে দেশটির সুসম্পর্ক হবে।’ ‘হিলারির নির্বাচনী প্রচারের ভিডিওতে হিলারির সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতের একটি মুহূর্ত প্রকাশের পর বিএনপির আগ্রহ আরও বেড়ে যায়। বিএনপির শীর্ষ নেতাদের একজন আসাদুজ্জামান রিপন এই ছবিটি ইন্টারনেটে আপলোড করে লেখেন, ২০১৭ সাল হবে হিলারি ও খালেদা জিয়ার বছর।’ মাহবুব উল আলম হানিফ বলেন, ‘হিলারি অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ায় বিএনপির সমর্থকদের উৎসাহে ভাটা পড়েছে।’ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সবসময়ই জনগণের ক্ষমতায় বিশ্বাসী এবং জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। তাই জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমরা অভিনন্দন জানাই।’ সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, সম্পাদকমন্ডলীর সদস্য ড. আবদুস সোবহান গোলাপ, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ।