সোমবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

শাহ আলম শফি, কুমিল্লা প্রতিনিধিঃ
ক্ষমতাসীন দলের ক্যাডাররা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাকর্মীদের হামলা চালিয়েছে। এ হামলার প্রতিবাদে সোমবার সারা দেশের জেলা সদর, মহানগর এবং ঢাকা মহানগরের প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী । চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্টল বোমায় ৮ জন নিহতের মামলায় হাজিরা দিতে রিজভী রোববার কুমিল্লার আদালতে আসেন। আদালতে হাজিরা শেষে নগরীর কান্দিরপাড় এলাকায় দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন- আওয়ামী লীগ পার্বত্য এলাকায় দুর্গতদের সহায়তায় ও তাদের উদ্ধারে ব্যর্থতা আড়াল করতেই বিএনপি মহাসচিবের ওপর হামলা চালিয়েছে। নিশ্চয় রাঙামাটিতে ক্ষমতাসীনরা এমন কিছু ঘটিয়েছে যাতে বিরোধী নেতারা সেখানে গেলে থলের বিড়াল বেরিয়ে আসতে পারে। এমন আশঙ্কা থেকেই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে ক্ষমতাসীন দলের ক্যাডাররা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, সরকারি দলের সমর্থকরা সশস্ত্র অবস্থায় এ হামলা চালিয়েছে। তিনি আরো বলেন, ওই এলাকায় সরকারের যে ব্যর্থতা তা বিরোধী দলের নেতৃবৃন্দ দেখতে পাবেন বলেই তা আড়াল করার জন্য বিএনপির মহাসচিবের নেতৃত্বাধিন টিমের উপর হামলা করা হয়েছে। এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলায় দায়ীদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় জনগণ তার বিচার করবে। জনগণ হচ্ছে অন্যায়ের গণবিচারক। একদিন এ সমস্ত অন্যায় অবিচারের প্রতিটির হিসাব দিতে হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরো বলেন- সরকার প্রাকৃতিক দুযোগ সম্পর্কে পূর্বাভাষ দিতে পারেনি। জনগণকে সতর্ক করতে পারেনি। প্রকৃত উন্নয়ন হয়নি বলেই মাত্র দুই দিনের বৃষ্টিতে ১৬০ জনের বেশি মানুষ পৃথিবী থেকে চলে গেলেন। আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। সরকারের এই মূহুর্তে পতন জরুরি উল্লেখ করে তিনি বলেন, পাহাড়ী ঢলে অসংখ্য মানুষের মৃত্যুর যে কারণ তা যাতে না ঘটে সে জন্য অবকাঠামোগত উন্নয় করতে পারে নি। আওয়ামীলীগের উন্নয় হয়েছে শুধু মাত্র চাপাবাজিতে, শুধুমাত্র মুখের তুবড়ি ছুটানোর জন্য। তিনি আরো বলেন, এতো বড় একটি মানব বিপর্যয়ের সময় দেশের প্রধানমন্ত্রী আনন্দ ভ্রমণে বিদেশে অবস্থান করছেন। এমন একটি রাষ্ট্রিয় সফরে তিনি গেছেন যে রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী না গেলেও চলতো।
সাবাদিক সম্মেলনে কুমিল্লা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য সৈয়দ জাহাঙ্গীর আহমেদ, কোতয়ালী বিএনপির সভাপতি অ্যাড. আলী আক্কাস, শহর বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ চৌধুরী ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে রিজভী গাড়িবহরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এটি আওয়ামী লীগের পরিকল্পিত হামলা বলে অভিযোগ করেন।
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যাওয়ার পথে রোববার সকালে চট্টগ্রামের রাংগুনিয়ায় বিএনপির মহাসচিবের গাড়িবহরে হামলা হয়।এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছয় নেতা আহত হয়। মহাসচিব ছাড়া আহতরা হলেন- স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম।