ক্লুপকে চেনেন না বালোতেল্লি

ক্রীড়া ডেস্ক : গতবার এসি মিলানের হয়ে বাজে পারফর্মের কারণে সেভাবে খবরের শিরোনাম হয়ে উঠতে পারেননি মারিও বালোতেল্লি। গণমাধ্যমের সামনে বিতর্কিত মন্তব্য আর আচরণের জন্য তার জুড়ি নেই। চলতি মৌসুমে ফরাসি ক্লাব নিসের হয়েদারুণ পারফর্মের জন্য আবারও আলোচনায় এসেছেন এ খ্যাপাটে স্ট্রাইকার।নিসের হয়ে চলতি মৌসুমে ৫ ম্যাচে মাঠে নেমেছেন বালোতেল্লি। এই ৫ ম্যাচে ক্লাবটির হয়ে ৬ গোল করেন ইতালিয়ান এ স্ট্রাইকার। দারুণ পারফরম্যান্সের মধ্য দিয়ে আবারও নিজের সেরাটা জানান দেওয়ার চেষ্টা করছেন তিনি।ইংলিশ লিগের ক্লাব লিভারপুল থেকে ফ্রি ট্রান্সফারে বালোতেল্লিকে দলে ভেড়ায় নিস। নিজের স্বপ্নের ক্লাবটিতে খেলতে না পেরে অনেকটা ক্ষোভ রয়েছে তার। বর্তমান কোচ ইয়ুর্গেন ক্লুপের কারণে এসি মিলান থেকে আবারও লিভারপুলে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে যায় বলে জানান বালোতেল্লি।স্পোর্টস ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বালোতেল্লি বলেন, ‘ক্লুপ কে? আমি তাকে চিনি না। তিনি আমাকে লিভারপুল থেকে ধারে অন্য ক্লাবে খেলতে গিয়ে পরে ফিরতে বলেছেন। আমি তাকে বিদায় দিয়ে ধন্যবাদ জানিয়েছিলাম।’