ক্যান্সারের সঙ্গে লড়াই করে হেরে গেলেন বিনোদ খান্না

একাত্তরলাইভ ডেস্ক : ক্যান্সারের সঙ্গে লড়াই করে হেরে গেলেন বলিউডের এক সময়ের হার্টথ্রব নায়ক বিনোদ খান্না। ৭০ বছর বয়সে বৃহস্পতিবার সকালে তার জীবনাবসান হয়।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ডিহাইড্রেশন সমস্যার জন্য তিনি এপ্রিলে হাসপাতালে ভর্তি হন। পরে হাসপাতাল থেকে জানানো হয় তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তিনি সাড়া দিচ্ছেন।
বিনোদ খান্না শুধুই বলিউডের একজন অভিনেতা ছিলেন না। তিনি একজন রাজনীতিবিদও ছিলেন। তিনি বিজেপিকে সমর্থন করতেন এবং ভারতের পার্লামেন্টের গুরদাসপুর পাঞ্জাবের লোকসভার সদস্যও ছিলেন।
তিনি একশরও বেশি বলিউডের চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৭০ ও ৮০ সালে তিনি বলিউডের পর্দা কাঁপিয়ে ছিলেন। ২০১৬ এর শেষের দিকে তার শারিরীক অবস্থার অবনতির খবর পাওয়া যায়। মৃত্যুর সময় তার পাশে স্ত্রী কবিতা খান্না, পুত্র রাহুল, অক্ষয় ও সাক্ষী এবং কন্যা শ্রদ্ধা খান্না ছিলেন।