ক্রীড়া প্রতিবেদক : সুব্রত কাপ অনূর্ধ্ব-১৭ প্রমীলাআন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে বিকেএসপি প্রমীলা দল ৩-১ গোলের ব্যবধানে হার মেনেছে।দিল্লির আমবেদকার স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনালে বিকেএসপি দলকে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন হরিয়ানা অনূর্ধ্ব-১৭ প্রমীলা দল।এর আগে গ্রুপপর্বে বিকেএসপি মহারাষ্ট্রকে ১১-০, চন্ডিগড়কে ৪-১ ও তেলেঙ্গানাকে ২-০ গোলে পরাজিত করে পূর্ণ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ‘বি’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছিল।বিকেএসপিতে এ বছরই প্রথমবারের মতো ফুটবল বিভাগে মেয়েদের ভর্তি করা হয়েছে এবং এটাই দেশের বাহিরে প্রমীলা দলের প্রথম কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ।দলটি গত ২৬ সেপ্টেম্বর দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হয় । বিকেএসপি প্রমীলা দলের টিম লিডার হিসেবে সাথে আছেন শামীমা সাত্তার মিমু, ম্যানেজার হিসেবে আছেন উজ্জল চক্রবর্তী ও কোচের দায়িত্বে আছেন পরিতোষ দেওয়ান।বিকেএসপি দলটি বাংলাদেশের হয়ে সুব্রত কাপে প্রতিনিধিত্ব করেছিল।
কোয়ার্টার ফাইনালে বিকেএসপির প্রমীলা দলের হার

October 5, 2016