কোয়ার্টার ফাইনালে বিকেএসপি প্রমীলা দল

ক্রীড়া প্রতিবেদক :দিল্লির আমবেদকার স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে সুব্রত কাপ অনূর্ধ্ব-১৭ প্রমীলা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট-২০১৬।এই প্রতিযোগিতার লিগ পর্যায়ের তৃতীয় খেলায় সোমবার ২-০ গোলে তেলেঙ্গানাকে পরাজিত করে কোয়র্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে বিকেএসপির প্রমীলা ফুটবল দল।বিকেএসপির সাবিনা ও আঁখি প্রথমার্ধেই গোল দুটি করেন। আগামী ৫ অক্টোবর বিকেএসপি কোয়র্টার ফাইনালে হরিয়ানা ও মিজোরাম দলের মধ্যকার বিজয়ী দলের সঙ্গে খেলবে।উল্লেখ্য বিকেএসপিতে এ বছরই প্রথমবারের মতো ফুটবল বিভাগে মেয়েদের ভর্তি করা হয় এবং এটাই প্রমীলা ফুটবল দলের দেশের বাইরে প্রথম কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ।দলটি গত ২৬ সেপ্টেম্বর দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হয়। বিকেএসপি প্রমীলা দলের টিম লিডার হিসেবে সাথে আছেন শামীমা সাত্তার মিমু, ম্যানেজার হিসেবে উজ্জল চক্রবর্তী ও কোচের দায়িত্বে আছেন পরিতোষ দেওয়ান।উল্লেখ্য বিকেএসপি দলটি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে।