কোনও রাজনৈতিক দল দাঁড়িপাল্লা প্রতীক পাবে না

একাত্তর লাইভ ডেস্ক:
কোনো রাজনৈতিক দলকে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ দেওয়া হবে না বলে সিদ্ধান্ত এসেছে সুপ্রিম কোর্টের ‘ফুল কোর্ট’ সভায়। সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সকল বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘ফুল কোর্ট’ সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট  বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ। তিনি মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগামীকাল (বুধবার) নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হবে।’
সুপ্রিম কোর্টের মনোগ্রাম দাঁড়িপাল্লা হওয়ায় ফুলকোর্ট সভা থেকে এ সিদ্ধান্ত আসে বলে জানা গেছে। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের মূল ভবনের মনোগ্রামে অংকিত দাঁড়িপাল্লায় ২টা চেইনের স্থলে ৩টা চেইন হবে। এনেক্স ভবনের মনোগ্রামে অংকিত দাঁড়িপাল্লায় ৩টি চেইনই থাকবে।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযুক্ত  বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা। ২০১৩ সালের ১ আগস্ট সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর  নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত এই রায়ের বিরুদ্ধে আপিল করার সনদ দেন। জামায়াত রায়ের স্থগিতাদেশ চেয়ে আপিল করেছে। সে সময় নির্বাচন কমিশনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ বলেন, আদালত রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করেছেন। ফলে দলটির নিবন্ধন বাতিল হলো। এই দলের প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে আর কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না।
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনের বৈধতার প্রশ্নে করা রিট আবেদনের ওপর এ রায় দেওয়া হয়।
বর্তমানে বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন।