একাত্তরলাইভডেস্ক: শৃঙ্খলা না ভাঙার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘আপনারা ডিসিপ্লিন (শৃঙ্খলা) ভাঙলে সেটার জন্য যেই শাস্তি, সেটা কিন্তু আপনাকে পেতে হবে।’ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে সম্মেলনের দপ্তর উপ-কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। আগামী ২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।সম্মেলনে উপলক্ষে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড টাঙানো এবং স্লোগানের ব্যাপারে মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির নির্দেশনা মেনে চলার আহ্বান জানান সম্মেলন দপ্তর উপ-কমিটির আহ্বায়ক ওবায়দুল কাদের। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘সম্মেলনে ব্যক্তিগত প্রচারণা চলবে না। কাউকে প্রার্থী করে প্রচার করতে পারবেন না। দলীয় গাইডলাইনের বাইরে অন্য কারও নামে কোনো প্রকার স্লোগান কেউ উচ্চারণ করবেন না। আর এখানে বিদেশি অতিথিরা থাকবেন। তাদের দেখাতে হবে আওয়ামী লীগ কতটা সুশৃংখল সংগঠন।’ তিনি বলেন, ‘কেউ কারও অতি উৎসাহী ভক্ত সেজে ক্ষতি করবেন না। মোসাহেবগিরি-চামচাগিরি করবেন না। চামচামি-মোসাহেবি বাদ দিতে হবে। এগুলোর কোনো দরকার নেই।’ওবায়দুল কাদের বলেন, ‘নেত্রী কাকে কী বানাবেন আপনি কি জানেন? তাহলে আজকে আপনি যে একজনের পক্ষ নিচ্ছেন, ধরেন আপনি যে কাঙ্ক্ষিত পদটি তার জন্য চাইছেন। তিনি তা হলেন না। তখন আপনিই ভিকটিমাইজ হবেন। প্লিজ, এটা খবরদার করবেন না।’ইতোমধ্যে ১৫টি দেশের অতিথিরা সম্মেলনের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানান ওবায়দুল কাদের।তিনি জানান, ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে আজ পর্যন্ত ৬৮টি জেলার সাংগঠনিক প্রতিবেদন, কাউন্সিলর ও ডেলিগেশন তালিকা পেয়েছেন। আশা করছেন, দুই-একদিনের মধ্যে বাকিগুলোও পেয়ে যাবেন। এপর্যন্ত সম্মেলনের প্রস্তুতির কাজ ৭৫ শতাংশ সম্পন্ন হয়েছে। আগামী ১৯ অ ক্টোবরের মধ্যে সব প্রস্তুতি শেষ হবে।একক কোনো নির্দেশনায় নয়, এবার দলীয় টিমওয়ার্কের মধ্যে সম্মেলন প্রস্তুতির কাজ হচ্ছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, মৃণাল কান্তি দাস, বদিউজ্জামান ভুইয়া ডাবলু, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
কেউ শৃঙ্খলা ভাঙলে ব্যবস্থা : ওবায়দুল কাদের

October 13, 2016