কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা, ছেলে ও পুত্রবধূসহ ৩ জনের মৃত্যু

ন্যাশনালডেস্ক: : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট একই পরিবারের মা, ছেলে ও পুত্রবধূসহ ৩ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- ছবিরন বেগম(৪২), তার ছেলে ছাইফুর রহমান (২৫) ও পুত্রবধূ মমতাজ বেগম (২০)।উপজেলার জয়মনির হাটের খাসিরভিটা গ্রামে বুধবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটেপুলিশ ও এলাকাবাসী জানান, বাড়ির পাশ দিয়ে যাওয়া পল্লীবিদ্যুতের লাইন থেকে সংযোগ নিতে গিয়ে ছাইফুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যান। তাকে বাঁচাতে মা ছবিরন বেগম (৪২) ও পুত্রবধূ মমতাজ বেগম (২০) এগিয়ে যান। এতে ৩ জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে এলাকাবাসী এগিয়ে আসলে তাদের ৩ জনকে মৃত অবস্থায় দেখতে পায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ছাইফুর রহমান জয়মনির হাট ইউয়িনের খাসির ভিটা গ্রামের আজিজার রহমানের ছেলে।ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া লতিফুল ইসলাম জানান, ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃষ্টির কারণে নিচে পানি জমে ছিল। লাইন থেকে সংযোগ নেওয়ার সময় হাত থেকে বিদ্যুতের তার পানিতে পড়ে যায়। এতে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।