ন্যাশনালডেস্ক: : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট একই পরিবারের মা, ছেলে ও পুত্রবধূসহ ৩ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- ছবিরন বেগম(৪২), তার ছেলে ছাইফুর রহমান (২৫) ও পুত্রবধূ মমতাজ বেগম (২০)।উপজেলার জয়মনির হাটের খাসিরভিটা গ্রামে বুধবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটেপুলিশ ও এলাকাবাসী জানান, বাড়ির পাশ দিয়ে যাওয়া পল্লীবিদ্যুতের লাইন থেকে সংযোগ নিতে গিয়ে ছাইফুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যান। তাকে বাঁচাতে মা ছবিরন বেগম (৪২) ও পুত্রবধূ মমতাজ বেগম (২০) এগিয়ে যান। এতে ৩ জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে এলাকাবাসী এগিয়ে আসলে তাদের ৩ জনকে মৃত অবস্থায় দেখতে পায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ছাইফুর রহমান জয়মনির হাট ইউয়িনের খাসির ভিটা গ্রামের আজিজার রহমানের ছেলে।ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া লতিফুল ইসলাম জানান, ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃষ্টির কারণে নিচে পানি জমে ছিল। লাইন থেকে সংযোগ নেওয়ার সময় হাত থেকে বিদ্যুতের তার পানিতে পড়ে যায়। এতে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা, ছেলে ও পুত্রবধূসহ ৩ জনের মৃত্যু
October 13, 2016