কুুমিল্লায় আ’লীগের দু’পক্ষে দাওয়া পাল্টা-দাওয়া গুলিবর্ষণ আহত-১

শাহআলম শফি কুমিল্লা প্রতিনিধি
কুুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারের বাস ও সিএনজি স্টাশনে চালকদের নিকট থেকে চাঁদা আদায়ের জেরে আ’লীগের দু’পক্ষে দাওয়া পাল্টা-দাওয়া ও গুলাগুলির ঘটনা ঘটেছে।

এতে প্রতিবাদকারী তপু (২২) নামে একজন হামলায় গুরুতর আহত ও ৩ টি মোটরসাইকেল , ১ টি প্রাইভেটকার ভাংচুর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আহত তপুকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং ভাংচুরকৃত মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবিষয়ে পাল্টা-পাল্টা মামলার প্রস্তুতি চলছে।
এলাকাবাসী থানা পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার তিতাসের বিভিন্ন স্ট্যাশন থেকে একটা প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবৎ সিএনজি অটোরিক্সা চালকদের কাছ থেকে প্রকাশ্যে চাঁদা আদায় করে আসছে। বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলামের নেতৃত্বে সেসব স্ট্যাশন থেকে চাঁদা আদায় বন্ধে প্রশাসনের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেয়া হয়। এরই ধারাবাহিকতায় কেশবপুর গ্রামের মো. খোরশেদ মিয়া ছেলে তপু বাতাকান্দি স্ট্যাশনের চাঁদা আদায় বন্ধে প্রতিবাদ করলে সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে তাকে পিটিয়ে অস্ত্র ঠেকিয়ে হত্যার চেষ্ঠা করে। এসময় খবর পেয়ে তিতাস থানা পুলিশ তপুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।
এদিকে বিষয়টি তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল সিকদার জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শনের জন্য বাতাকান্দি বাজারে পৌছলে তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ’লীগের নেতা পারভেজ হোসেন সরকার ও বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরনবীর সাথে বাক-বিতন্ডা হয়। এক সময় উভয় পক্ষেই সংঘর্ষে জড়িয়ে পরে। শুরু হয় বৈধ-অবৈধ অস্ত্রের মহড়া। উভয় পক্ষের গুলির শব্দে প্রকম্পিত হয়ে পরে এলাকা। মুহুর্তের মধ্যে বাজারের দোকানপাট বন্ধ করে দিগি¦দিক ছুটাছুটি শুরু করে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাগণ।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, আমরা বাতাকান্দি ফকির এন্টারপ্রাইজে বসে জীবনের নিরাপত্তা চেয়ে একটি জিডি লিখছিলাম। এসময় সোহেল সিকদার ও তার লোকজন অতর্কিত হামলা চালিয়ে গুলি বর্ষণ করে এবং আমি গাড়িতে আছি ভেবে গুলি করে। আমি গাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যাই।