কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

ন্যাশনালডেস্ক:কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার শান্তিডাঙ্গায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল আরিফুল ইসলাম (২৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের নায়েক আমিরুল ইসলাম (৩০) ও পুলিশ কনস্টেবল তুষার এমরান (২৫)।কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, বৃহস্পতিবার রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় গেট থেকে মধুপুর বাজার পর্যন্ত ডিউটি করে ভোর সাড়ে ৪টায় ইঞ্জিন চালিত রিক্সাভ্যানে করে ইবি ক্যাম্পাসে ফেরার পথে শান্তিডাঙ্গায় পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল আরিফুল ইসলামসহ ৩ পুলিশ সদস্য আহত হয়। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল আরিফকে মৃত ঘোষণা করেন। নিহত আরিফুল ইসলামের বাড়ী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার খোজাগাড়ী গ্রামে। আহত পুলিশের নায়েক আমিরুল ইসলাম ও কনস্টেবল তুষার এমরানকে কুষ্টিয়া জেনারেল হাসপতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।হতাহতের শিকার ওই তিন পুলিশ সদস্য কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ক্যাম্পাসে থেকে দায়িত্ব্য পালন করছিলেন। এরা তিনজনই খুলনার রেঞ্জ রিজার্ভ ফোর্স (আর আর এফ) এর পুলিশ সদস্য বলে জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম।