একাত্তরলাইভডেস্ক: বাউল সাধক লালন সাঁইয়ের ১২৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আজ রোববার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন স্মরনোৎসব।সন্ধ্যায় স্মরণোৎসবের উদ্বোধন করবেন সাংস্কৃতিকমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান।উৎসবকে ঘিরে আখড়া বাড়িতে এখন সাজ সাজ রব। সাধু, লালন ভক্ত ও সাঁইজির অনুসারীদের পদচারণায় পূর্ণ হয়ে উঠেছে লালন আখড়া। বাংলা ১২৯৭ সালের ১ কার্তিক বাউল সাধক লালন সাঁই দেহত্যাগ করেন। এরপর থেকে তার অনুসারীরা এ দিনটি তিরোধান দিবস হিসেবে পালন করে আসছেন।দ্বিতীয় দিনে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখবেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ আব্দুর রউফ। তৃতীয় দিনে কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখবেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, লালন স্মরনোৎসবকে ঘিরে আখড়া এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আখড়ার প্রধান গেটে পুলিশ চেকপোস্ট থাকবে।
কুষ্টিয়ায় লালন স্মরণোৎসব শুরু আজ

October 16, 2016