কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কুষ্টিয়া  প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় বাসে ডাকাতির সময় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুস সালাম (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় চার ডাকাত গুলিবিদ্ধ হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে। রোববার দিনগত রাত দেড়টায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বারমাইল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলো: দেলোয়ার, আয়নাল, খোকন ও আলমগীর।
র‌্যাব ১২’র কোম্পানি কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব এ তথ্য জানিয়ে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসে ডাকাতেরা বাসের ভেতর অবস্থান নিয়েছে এমন গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বারোমাইলে অবস্থান নেয়। এ সময়ে সেই বাসটি ওই এলাকায় পৌঁছলে তল্লাশির জন্য থামার সঙ্কেত দেয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল র‌্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। পরে র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা বন্দুকযুদ্ধ শেষে ঘটনাস্থলে থেকে গুলিবিদ্ধ আবস্থায় র‌্যাব পাঁচজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুস সালামকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ বাকিরাও একই দলের সদস্য। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল,  একটি বিদেশি রিভালবার, আট রাউন্ড গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।