কুষ্টিয়ায় দুই বন্ধুর লাশ উদ্ধার

ন্যাশনালডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দাড়েরপাড়া মাঠ থেকে মশিউর রহমান (১৯) ও রাকিবুল মোল্লা (১৯) নামে দুই বন্ধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার সকালে স্থানীয়রা মাঠের মধ্যে কদম গাছের নিচে তাদের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।মশিউর রহমান দাড়েরপাড়া গ্রামের শাহজাহান রহমানের ছেলে ও রাকিবুল মোল্লা একই গ্রামের হুজুর মোল্লার ছেলে।দৌলতপুর থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ জানান, সকালে উপজেলার দাড়েরপাড়া মাঠে দুই তরুণের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খরব দেন। খবর পেয়ে লাশ  উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে তারা আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।