কুমিল্লা শিক্ষা বোর্ড ২০১৭ সালের এসএসসি পরীক্ষার গেজেট প্রকাশ ২০১৬ !

কুমিল্লা প্রতিবেদক:
৪ মে বৃহস্পতিবার সারাদেশের ন্যায় কুমিল্লা বোর্ডের অধীন ৬ জেলার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ২০১৭ সালের এসএসসি পরীক্ষা হলেও কুমিল্লা বোর্ডের গেজেটে পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরে লেখা হয়েছে আজ বৃহস্পতিবার ৪ মে ২০১৬ বেলা ২ টায় বোর্ড সভার অনুমোদনের শর্তে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। বিষয়টি ক্ষুদ্র হলেও,ক্ষমার অযোগ্য নয় কি? তবে বোর্ড কর্তৃপক্ষ বলেছেন এটা একটা মিসটেক !

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,কুমিল্লা এর অধীনে এবছর ফেব্রুয়ারী ও মার্চ মাসে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৭ এর ফল বোর্ড সভার অনুমোদনের শর্তে গেজেট আকারে সংশ্লিস্ট কর্তৃপক্ষ ছোট আকারের বই হিসেবে প্রকাশ করে।

দীর্ঘ দিন ধরে এই প্রক্রিয়া চলে আসছে। কখনোই গেজেট নিয়ে কোন আলোচনা বা সমালোচনা হয়নি। এই গেজেট কপি রাস্ট্রের কর্ণধার,শিক্ষা মন্ত্রী,শিক্ষা সচিব,ডিজিসহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রতিটি পদস্থ কর্মকর্তার কাছে সরবরাহ করে বোর্ড কতৃপক্ষ।

বিগত সময়ের ন্যায় এবারোও এর ব্যতিক্রম ছিল না। কিন্তু সংশ্লিস্ট দায়িত্বশীল কর্মকর্তাদের গাফিলতির কারণে এবারের গেজেটে ছাপা হয়েছে “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর অধীনে ফেব্রুয়ারী মার্চ মাসে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট( এসএসসি) পরীক্ষা ২০১৭ এর ফল বোর্ড সভার অনুমোদনের শর্তে আজ বৃহস্পতিবার ৪ মে ২০১৬ বেলা ২.০০ টায় প্রকাশ করা হলো।

নীচে স্বাক্ষর ছিল কায়সার আহমেদ পরীক্ষা নিয়ন্ত্রক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড,কুমিল্লা স্মারক নং ১৫৮/ ২০১৭ ২১ বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ,৪ মে ২০১৭ খ্রীষ্টাব্দ। কথা হলো,এসএসসি পরীক্ষার এই গেজেট কপি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতেবৃহস্পতিবার কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান আব্দুল খালেক নিজ হাতেতুলে দেন।

তিনি কি একবারের জন্যও ৩/৪ পৃষ্ঠার এই গেজেটটি পড়ে দেখেননি? একেতো কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়,তার উপর গেজেটের ভূল দেখে অনেকেই ক্ষুব্ধ। বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করলে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল খালেক বলেন, খুব ব্যস্ততার মাঝে ফলাফল প্রকাশ করতে হয়।

বিষয়টি যখন আমাদের নজরে আসে তখন সেটা সংশোধনের কোন সুযোগ ছিলনা। তিনি আরো বলেন, বাকী কোথাও কোন ভূল ছিলনা। এদিকে পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বিষয়টি স্বীকার করে বলেন,গেজেটের ভাষাতো একই। পরিবর্তণ হয়না। শুধু সন তারিখ পরিবর্তণ হয়। এক্ষেত্রে সনের জায়গাটি ভুল থেকে যায়।