কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা-নোয়াখালী ও চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা অংশের প্রায় একশো কিলোমিটার এলাকায় বেপরোয়া ট্রাক্টর চালকরা। দ্রুতগতির বিভিন্ন যানবাহনের সাথে সড়কে চলাচলে নিষিদ্ধ এই যানটি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাল্লা দিয়ে চললেও হাইওয়ে পুলিশ রয়েছে নিরব। বাস,ট্রাক বা প্রাইভেটকারের চালকরাও এতে হয়রানী হচ্ছে হাইওয়ে পূর্বাঞ্চল ( কুমিল্লা)’র লালমাই হাইওয়ে ফাঁড়ির অধীনের এই অংশে অভিযোগ রয়েছে কোন এক অলিখিত চুক্তির কারণে হাইওয়ে পুলিশ ট্রাক্টর চলাচলে বাধাঁর সৃষ্টি করছেনা।
কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক। এই দু’টি সড়কের কুমিল্লা অংশের দায়িত্বে রয়েছে লালমাই হাইওয়ে ফাঁড়ি পুলিশ। কুমিল্লা পদুয়ারবাজার বিশ্বরোড থেকে চাঁদপুর অংশে নলুয়া চাঁদপুর এবং নোয়াখালী অংশের বিপুলাসার পর্যন্ত দুই সড়কের প্রায় ১’শত কিলোমিটার অংশ এর আওতায়। ঢাকা,কুমিল্লা ,চাঁদপুর,নোয়াখালী,লক্ষèীপুর,চট্টগ্রাম,সিলেট প্রভৃতি স্থান থেকে এসকল সড়কের কমপক্ষে ১৫/২০ টি স্থানে প্রতিদিন চলছে দ্রুতগতির বিভিন্ন অত্যাধুনিক বাস,প্রাইভেট
গাড়ি,মাইক্রোবাস,কভার্ডভ্যান,ট্রাকসহ বিভিন্ন ¤্রনেীর যানবাহন। প্রায়ই এই সড়কের কোথাও না কোথাও ঘটছে দুর্ঘটনা। হতাহতো হচ্ছেন অনেকেই। এই যখন ব্যস্ততম সড়ক দু’টির অবস্থা ,তখন এক শ্রেনীর অদক্ষ চালক আঞ্চলিক মহাসড়ক দুটির কুমিল্লা অংশের প্রায় শত কিলোমিটার অংশ দিয়ে বেপরোয়া গতিতে দ্রুত গতির বাস,প্রাইভেটকারের সাথে পাল্লা দিয়ে চালাচ্ছে শত শত ট্রাক্টর। অভিযোগ রয়েছে,হাইওয়ে পুলিশের নাকের ডগায় কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টর রড,ইট,বালু,সিমেন্ট,মাটি বা অন্যান্য জিনিস
ব্যস্ততম সড়কটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালালেও তারা নিরব। মাঝে মাঝে গতি নিয়ন্ত্রক বা স্পীড গান দিয়ে দ্রুত গতির বাস,প্রাইভেকার আটকে মামলা দিলেও অজ্ঞাত কারণে হাইওয়ে পুলিশের নজরে পড়েনা ট্রাক্টর। এছাড়াও যত্রতত্র রাস্তার পাশের জমি থেকে মাটি কেটে এনে ট্রাক্টরে করে বহন করায় রাস্তার দু’পাশের বহুস্থানে খানা খন্দকের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি রাস্তার দু’পাশের
মাটি ভেঙ্গে বিপদজনক হয়ে পড়ছে সড়কের পাশ্ববর্তী এলাকা। বিষয়টির ব্যাপারে জানতে চাইলে হাইওয়ে লালমাই ফাঁড়ির ইনচার্জ ইব্রাহিম খলিল স্বীকার করেন ট্রাক্টর নিষিদ্ধ। তিনি এটাও বলেন,আমরা তাদেরকে বাধা দেয়। তবে এবছরের গত ৪ মাসে কোন ট্রাক্টর আটক বা মামলা করা হয়েছে কিনা জানতে চাইলে না সূচক জবাব পাওয়া যায়