কুমিল্লায় বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী রাজিব গ্রেফতার

শাহআলম শফি
কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গুলি ভর্তি একটি বিদেশী পিস্তলসহ তৌহিদুল ইসলাম রাজিব (৩২) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোরে সদর উপজেলার চাঁনপুর চৌমহনী এলাকায় এ অভিযান চালানো হয়। রাজিব চাঁনপুর এলাকার শাহ আলমের ছেলে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ডিবির এসআই শাহ কামাল আকন্দের নেতৃত্বে ডিবির একটি টিম অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানকালে বুধবার ভোর পৌনে ৬টায় সদর উপজেলার চাঁনপুর বাস ষ্টেশন সংলগ্ন চৌমহনী এলাকায় মোটর সাইকেলসহ রাজিবকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়। ডিবির এসআই শাহ কামাল আকন্দ জানান, গ্রেফতারকৃত রাজিব দীর্ঘ দিন ধরে অস্ত্র নিয়ে লোকজনকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিল। এ ঘটনায় ডিবির এসআই নজরুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।