এম এস শফি: কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার আলিয়াবাদ এলাকায় কুমিল্লাগামী ‘সুগন্ধ্যা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ‘লেগুনা’র মূখমোখী সংঘর্ষে এক যুবক নিহত হয়। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনাটি ঘটে। নিহত যুবক দূর্ঘটনা কবলিত লেগুনার চালক দেবীদ্বার উপজেলার চরবাকর গ্রামের সহিদুল ইসরাম’র পুত্র মোখলেসুর রহমান(২০)।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়,কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ সংলগ্ন আলীয়াবাদ এলাকায় মঙ্গলবার সকাল ১০ টায় কুমিল্লাগামী সুগন্ধ্যা পরিবহনের যাত্রীবাহীবাস বিপরীত দিক থেকে আসা লেগুণা’র সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচরে যায় লেগুণাটি। ঘটনাস্থলেই নিহত হয় লেগুণা চালক মোখলেস। আহত হয় কমপক্ষে ১০/১২ জন। এসময় পথচারীসহ স্থানীয়রা দ্রুত এসে দূর্ঘটনাকবলিত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ এসে দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি মিরপুর হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যায়। গুরুতর আহত আমেনা বেগম ও মোশাররফ হোসেনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত একাধিক মানুষ জানায়,দুর্ঘটনাকবলিত লেগুণাটির চালকের কোন লাইসেন্স ছিল না। তারা আরো জানায়,মহাসড়কের উল্লেখিত অংশে চলাচলরত শত শত লেগুণা,পিক-আপ,মাইক্রোবাসের সবগুলোর চালকদেরই কোন লাইসেন্স নেই। পাশাপাশি অধিকাংশ গাড়ি ফিটনেসবিহীন। তবুও তারা প্রতিদিন অসংখ্য যাত্রী বহন করে মহাসড়কে চলাচল করছে।
মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস.আই) মোঃ গোলাম কিবরিয়া জানান, নিহতের লাশ ও দূর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করে দেবীদ্বার থানায় নিয়ে আসি। এব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।