কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার বরুড়া উপজেলার বাঁশপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আহতদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল জানান, চাঁদপুরগামী বাসটি বরুড়া উপজেলার বাঁশপুর গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এ সময় স্থানীয়রা দুইজনের মরদেহ উদ্ধার করেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।