শাহআলম শফি,কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার মুরাদনগরের বাখরনগর গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোষ্ট ও ব্যাঙ্গাত্নক মন্তব্য করায় বৃহস্পতিবার দুপুরে রায়হান চৌধুরী (২৮) নামের এক বখাটে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে উপজেলা ছাত্রলীগ নেতা-কর্মীসহ স্থানীয় লোকজন।
স্থানীয় বিভিন্ন সুত্রে জানা যায়,জেলার মুরাদনগর উপজেলার পূর্ব নবীপুর ইউনিয়নের বাখরনগর গ্রামের আবু তৈয়বের বখাটে পুত্র রায়হান চৌধুরী বেশ কিছুদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা অশালীন মন্তব্য ও ব্যঙ্গ চিত্র পোষ্ট করে আসছিল।
বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত আইসিসি চ্যাম্পিয়ান ট্রফি’র খেলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে অশ্লিল ও কূরুচিপূর্ণ বক্তব্য পোষ্ট করলে এলাকার আ’লীগ সমর্থিত নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে উঠে।পরে তারা তাকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করলে উল্টো গালমন্দ করে।
এঘটনার পর ক্ষিপ্ত হয়ে দুপুর দেড়টায় উপজেলা ছাত্রলীগ নেতা-কর্মীসহ স্থানীয়রা তাকে আটকে গণদোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে উপজেলা ছাত্রলীগ দফতর সম্পাদক শরীফ খান বাদী হয়ে রায়হানের বিরুদ্ধে একটি মামলা করেন। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এসএম বদিউজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,রায়হান চৌধুরীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা রুজু হয়েছে।