কুমিল্লায় প্রাইভেটকার ভর্তি ১শ কেজি গাঁজাসহ আটক ২

এম এস শফি: কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকারে তল্লাশি করে ২ মণ ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১২ টায় দাউদকান্দি থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ট্রোল প্লাজা থেকে প্রাইভেটকার ( ঢাকা মেট্টো-ন-১১-০১০৪) ভর্তি এই গাঁজাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মাদারীপুর জেলার রাজর থানার আম গ্রামের আব্দুল কালাম এর ছেলে সোহেল রানা(৩০), কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর এলাকার আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে জসিম মিয়া (৩১)।
পুলিশ সুত্র জানায়,জেলার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোলপ্লাজা এলাকায় গোপন সঙবাদের ভিত্তিতে দাউদকান্দি থানা পুলিশের একটি দল বুধবার রাত সাড়ে ১২ টায় ঢাকাগামী একটি প্রাইভেটকার আটকে তল্লাসী চালায়। এসময় পুলিশ ২ মন ২০ কেজি ওজনের আমদানী নিষিদ্ধ ভারতীয় গাঁজা উদ্ধার ও কারে থাকা দুমাদক ব্যবসায়ীকে আটক করে। বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু ছালাম জানান, এসআই রঞ্জন কুমার ঘোষ এবং এএসআই সৈয়দ দেলোয়ার হোসেন সহ দাউদকান্দি থানার টিম টোল প্লাজায় বিশেষ অভিযানে তাদের আটক করেছে। এ ব্যাপারে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।