এমএস শফিঃ কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৪ জন। গতকাল সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার এলাকায় ও বিকেলে উপজেলার ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার চিওড়া ইউনিয়নের সুজাতপুর গ্রামের মৃত জন্তুর আলীর ছেলে আবদুর রাজ্জাক (৫২) ও কালিকাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে আবদুল কাদের (৩৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকালসোমবার সকাল সাড়ে ৭টায় চৌদ্দগ্রাম বাজারের সোনালী ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে যমুনা পরিবহনের দ্রুতগামী একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী আবদুর রাজ্জাক নিহত ও হেলপারসহ চারজন আহত হন। এর আগে রবিবার বিকেলে বাসের ধাক্কায় ছুপুয়া এলাকায় ভ্যানচালক আবদুল কাদের নিহত হন।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- সোমবার সকালে চৌদ্দগ্রাম সোনালী ব্যাংকের ট্রাককে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এক যাত্রী নিহত হয় এবং ৪ জন আহত হয়।
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
