কুমিল্লায় অর্থ আত্মসাতের মামলায় সওজ কর্মচারী গ্রেফতার

এমএস শফিঃ কুমিল্লা দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অভিযাগে সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারদের জামানতের চেক জালিয়াতি করে সাড়ে ৫ কোটি টাকা আত্মসাতের মামলায় আবদুল আউয়াল নামে সওজ এর এক কর্মচারীকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবদুল আউয়াল কুমিল্লার দেবিদ্বার উপজেলার নবীপুরগ্রামের হাজী সুলতান আহমদের ছেলে। দুপুর আড়াইটায় বিষয়টি নিশ্চিত করেছেন দুদক-কুমিল্লার উপ-পরিচালক আবুল কালাম আজাদ।
জানা যায়, সওজ-ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের কম্পিউটার অপারেটর আবদুল আউয়াল সওজ’র ঠিকাদারদের জামানতের ৩টি চেক জালিয়াতির মাধ্যমে ৯ হাজার ৪শ টাকার চেকের স্থলে ২ কোটি, ১১ হাজার ৪৬০ টাকার স্থলে ৩ কোটি ও ৫ হাজার ৯৩০ টাকার স্থলে ৫০ লাখ অর্থাৎ ২৬ হাজার ৭৯০ টাকার চেকের স্থলে ৫ কোটি ৫০ লাখ টাকার চেক লিখে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। বিষয়টি নজরে আসার পর সওজ-ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ বাদী হয়ে গত ২০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ওই কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলাটি তদন্তের জন্য দায়িত্ব পান দুদক-কুমিল্লা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ।তিনি বলেন, চেক জালিয়াতির মাধ্যমে সাড়ে ৫ কোটি টাকা আত্মসাতের মামলায় সওজ কর্মচারী আবদুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।