এম এস শফি: কুমিল্লার অন্যতম শীর্ষ মাদক সম্রাট ডজন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী রুহুল ইসলাম কে পুলিশ গতকাল রোববার বিকেলে সদর দক্ষিণ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী চৌয়ারা বড়দীঘিরপাড় এলাকা থেকে আটক করে। এসময় তার কাছ থেকে বেশ কিছু ইয়াবা উদ্ধার হয়।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়,জেলার সদর,সদর দক্ষিণ,চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকার মাদক স¤্রাট একডজন মামলার ফেরারী আসামী রুহুল ইসলাম বেশ কিছুদিন ধরে গ্রেফতার এড়িয়ে পলাতক জীবন যাপন করছিল। গতকাল রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নজরুল ইসলাম পিপিএম ও ওসি তদন্ত সজল কুমার কানু’র নেতৃত্বে সদর দক্ষিণ থানার একদল পুলিশ একই উপজেলার ভারত সীমান্তবর্তী চৌয়ারা সংলগ্ন বড়দীঘিরপাড় এলাকায় অভিযান চালায়। এসময় তাকে আটকে তার দেহ তল্লাসী করে ২’শ ২০ পিছ আমদানী নিষিদ্ধ মাদক ইয়াবা উদ্ধার করে। এবিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নজরুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি আরো বলেন,আটক রুহুলের বিরুদ্ধে সদর দক্ষিণ উপজেলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
কুমিল্লার শীর্ষ মাদক সম্রাট রুহুল গ্রেফতার
