কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ীচাপায় সওজের কর্মচারী নিহত

শাহ আলম শফি,কুমিল্লা প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সদওে সোমবার বিকেলে রাস্তাপারাপারের সময় বাস চাপায় তালিব হোসেন ( ৪৫) নামের সড়ক ও জনপথ বিভাগের এক কর্মচারী নিহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়,জেলার চৌদ্দগ্রাম উপজেলা সদওে সোমবার বিকেল ৪ টায় মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী দেশ ট্রাভেলস্ এর একটি বাস ( ঢাকা-মেট্রো-ব-১৪-৮৮০৩) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। নিহত তালিব হোসেন সওজের কর্মচারী (ম্যাশন) পদে দায়িত্বরত ছিলেন। তিনি কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুরের উলাকান্দি গ্রামের আব্দুল বাতেন ভূঁইয়ার পুত্র।