কুতুবদিয়ায় আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা

একাত্তরলাইভডেস্ক: কক্সবাজারের কুতুবদিয়ায় হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে মামলাটি করা হয় বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অংসা থোয়াই। ওসি অংসা থোয়াই বলেন, মামলায় ছিনিয়ে নেওয়া আব্দুল কাদেরকে প্রধান করে ২০ জনের নাম উল্লেখ ও ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আব্দুল কাদের ও অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। প্রসঙ্গত, মারামারির ঘটনায় দায়ের করা মামলার আসামি আব্দুল কাদেরকে রোববার রাতে গ্রেপ্তার করে থানায় আনার পথে তাবলেরচর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা।