কিশোরগঞ্জে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে নদী থেকে অজ্ঞাত এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের বৌলাই নদী থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। মিঠামইন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৌলাই নদীতে মাথাবিহীন একটি মরদেহ ভাসছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। ওই তরুণীর কোনো পরিচয়ে এখনো পাওয়া যায়নি। পুলিশ তার বিচ্ছিন্ন মাথা উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।