আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর সীমান্তে ভারতীয় বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি চলছে। এ ঘটনায় দুই সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত থেকে শুরু করে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গোলাগুলি হয়। জম্মু ও কাশ্মীরে লাইন অব কন্ট্রোলে বারামুলা ও হান্দুয়ারা সেনাঘাঁটিতে সন্ত্রাসীরা হামলা চালায়। ভারতীয় বাহিনীর প্রতিরোধে শুরু হয় প্রচণ্ড গোলাগুলি। হান্দুয়ারার ল্যাংগেট সেনাঘাটিতে গোলাগুলির সময় ওই দুই সন্ত্রাসী নিহত হয়। ল্যাংগেট সেনাঘাঁটি কুপওয়ারা জেলায় অবস্থিত। পাকিস্তান শাসিত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পর ভারতীয় বাহিনীর ওপর আবারও হামলা চালানো সন্ত্রাসীরা। ভারতীয় সামরিক বাহিনী নানা রকম সতর্কতা অবলম্বন করলেও তা পরাস্ত করে সেনা ও সীমান্তরক্ষী এবং পুলিশের ওপর হানা দিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা।বারামুলা ও হান্দুয়ারায় হামলার আগে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত তিনটি হামলা চেষ্টা নস্যাৎ করে দেয় ভারতীয় সামরিক বাহিনীর সদস্যরা। নিয়ন্ত্রণরেখার নওগাম সেক্টর দুটি ও রামপুর সেক্টরে একটি হামলা চেষ্টা চালায় সন্ত্রাসীরা।
কাশ্মীরে ভারতীয় সেনা-সন্ত্রাসী গোলাগুলি, নিহত ২
October 6, 2016