কালিহাতীতে দু’টি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি :  টাঙ্গাইলের কালিহাতীতে দু’টি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এতে একজন আহত হয়েছেন।বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান একাত্তরলাইভ ডটকমকে বলেন, উত্তরবঙ্গগামী একটি ট্রাক উপজেলার চরবাবলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী অপর আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুই চালক নিহত ও একজন আহত হয়। আহতকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, লাশ দুটি ঘটনাস্থলেই রয়েছে। এ ব্যাপারে মামলা হবে।

পথিমধ্যে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়