বিনোদন ডেস্ক : জিম্মি করার পর জনপ্রিয় মার্কিন মডেল ও অভিনেত্রী কিম কার্দাশিয়ানের কয়েক মিলিয়ন মূল্যের অলংকার ডাকাতি করেছে জিম্মিকারীরা। মুখপাত্র এবং পুলিশের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে পশ্চিমা একটি সংবাদমাধ্যম। পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ডাকাতিতে লুট হওয়া জিনিসের মধ্যে বেশিরভাগই অলংকার এবং এগুলোর মূল্য প্রায় কয়েক মিলিয়ন ইউরো। ডাকাতির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে কিম কার্দাশিয়ানের মুখপাত্র ইনা ট্রেসিয়োকাসের এক বিবৃতিতে জানান, কার্দাশিয়ান মর্মাহত কিন্তু শারীরিকভাবে অক্ষত আছেন। এর আগে কিম কার্দাশিয়ানকে বন্দুক ঠেকিয়ে জিম্মি করে মুখোশ পরা দুই অস্ত্রধারী। ঘটনাটি ঘটে ফ্রান্সের রাজধানী প্যারিসের স্থানীয় সময় রোববার রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল)। পুলিশের পোশাক এবং মুখোশ পরে দুজন অস্ত্রধারী তাকে হোটেল কক্ষে জিম্মি করে। পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়। প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে বর্তমানে প্যারিসে অবস্থান করছেন ৩৫ বছর বয়সি মার্কিন রিয়েলিটি তারকা কার্দাশিয়ান। সঙ্গে আছেন তার মা ক্রিস জিনার এবং বোন কিন্দাল জিনার। কিন্তু এ তারকার তিন বছর বয়সি মেয়ে নর্থ এবং দশ মাস বয়সি ছেলে সেইন্ট মায়ের সঙ্গে ছিলেন কিনা তা জানা যায়নি।
কার্দাশিয়ানের কয়েক মিলিয়নের অলংকার ডাকাতি

October 3, 2016