কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাফিজুর রহমান (৪৮) এক মাদক মামলার আসামি মারা গেছেন। শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়। তার হাজতি নম্বর ২৬৬৪৯/১৬।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাবুল মিয়া জানান, কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বিকেল পৌনে ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাফিজুরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।