কামারখন্দে শিশু অপহরণ আটক এক

আরফিুল গণি লমিন,সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায়জান্নাতুল খাতুন (৪) নামে এক শিশু অপহরণ হয়েছে।অপহরণকৃত শিশুটি উপজেলার জামতৈল গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে।
সুত্রে জানা যায়, শুক্রবার(৭ অক্টোবর) বিকেলে শিশুটি নিজ বাড়ির পাশেবন্ধুদের সাথে খেলা করছিল। এসময় একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মো. মঞ্জু (২৫) শিশুটিকে সিঙ্গারা খাওয়ানো ও ফুল দেয়ার কথা বলে ফুসলিয়ে জামতৈল বাজারে নিয়ে যায়।পরে অজ্ঞাত কয়েক জনের হাতে শিশুটিকে তুলেদেয়। প্রাথমিক অবস্থায় পুলিশের জিজ্ঞাসাবাদে এমনটি জানিয়েছেন অপহরণহরণকারী চক্রের এই মুল হোতা।শিশুটির বাবা আনোয়ার হোসেন জানান,আমার মেয়ে জান্নাতুল খাতুনের সাথে খেলা করছিল পাশের বাড়ির আরেকটি শিশু রিফাত(৪)। মেয়েকে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে রিফাতকে জিজ্ঞাসা করলে মঞ্জু নামে এক ব্যক্তি নিয়ে গেছে বলে জানায়। তাৎক্ষণিক জামতৈল রেলওয়ে ষ্টেশন প্রাঙ্গনে অপহরণকারী মঞ্জুকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি এড়িয়ে যায়। এঘটনায় জনতা ক্ষিপ্ত হয়ে মঞ্জুর উপর মারপিট করতে গেলে কামারখন্দ থানা পুলিশ এসে অপহরণহরণকারী চক্রের মুল হোতা মঞ্জুকে আটক করে থানায় নিয়ে যান। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল উদ্দীন সরদার জানান,উপজেলার জামতৈল বাজার ষ্টেশন প্রাঙ্গনে এক অপহরণকারীকে গণপিটুনি দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অপহরণকারী মঞ্জুকে আটক করে। এঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শুক্রবার রাতে কামারখন্দ থানায় অপহরণ মামলা দায়ের করেছেন।