কামারখন্দে ট্রাকচাপায় নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দের আলোকদিয়ার মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার গভীর রাতে কড্ডা-জামতৈল আঞ্চলিক সড়কের উপজেলার জামতৈল ইউনিয়নের আলোকদিয়ার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের হায়দারপুর গ্রামের মৃত মুজা খলিফা আকন্দের ছেলে শেখ আহম্মেদ (৫৮) ও জামতৈল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের মৃত সিকান্দার আলীর ছেলে গোলাম হোসেন।

কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরদার বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করে জানান, কড্ডার মোড় থেকে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাটি কড্ডা-জামতৈল আঞ্চলিক সড়কের আলোকদিয়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়।

এসময় অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বাকি তিনজন গুরুতর আহত হন। এদের মধ্যে একজন ঢাকা নেয়ার পথে রাতেই মারা যান। এ ঘটনায় আহত অটোরিকশা চালক ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান ওসি।