আন্তর্জাতিক ডেস্ক :
আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রেসিডেন্টের বাসভবনের কাছে বিদেশি দূতাবাস এলাকায় একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। বুধবার সকালে এ বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে ৮০ জন। আহত হয়েছে আরো তিন শতাধিক।
কাবুল পুলিশের মুখাপাত্র বশির মুজাহিদ জানিয়েছেন, জার্মান দূতাবাসের প্রবেশে মুখের কাছে এ বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।
তিনি বলেন, ‘জার্মান দূতবাসের কাছে এটি ছিল গাড়িবোমা। তবে ওই এলাকায় আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দূতাবাস ও দপ্তরও রয়েছে। হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল তা এখন বলা মুশকিল।’
বিস্ফোরণস্থল থেকে কয়েকশ মিটার দূরে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে ভারতীয় দূতাবাসের সব কর্মী নিরাপদ আছেন বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
বিস্ফোরণের কারণে ঘটনাস্থল থেকে ঘরবাড়ির দরজা-জানালা ছিটকে কয়েকশ মিটার দূরে গিয়ে পড়েছে।
জনস্বাস্থ্য বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, আহত কমপক্ষে ৬৭ জনকে কাবুলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তালেবান বিদ্রোহীদের এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছে তারা।