এম,এ,মুছা বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত বানানী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন এবং স্বতঃফুর্ত জনতার ভালবাসায় সিক্ত হয়েছেন। এ সময় কাঁন্নায় ভেঙ্গে পরেন সর্ব স্তরের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে জুম্মা নামাজের পূর্বে ঢাকা থেকে নিজ বাড়ি বেলকুচিতে ফেরার পথে কয়েক সহস্রাদিক মোটর সাইকেল শোভাযাত্রা করে তাকে নিজ বাড়িতে নিয়ে আসেন নেতাকর্মীরা। জানা যায়, সিরাজগঞ্জ-৫ আসনে মীর মোশারফ হোসেন দলের কান্ডারী হচ্ছেন এমনটাই আশা ছিল সংসদীয় এলাকার সর্বস্তরের মানুষের। তবে হঠাৎ করেই এ আশা নিরাশায় পরিনত করে তরুন শিল্পপতি আব্দুল মোমিন মন্ডল নৌকার মনোনয়ন পেয়ে যান। এ নিয়ে তৃনমুলে মীর মোশারফ হোসেন সমর্থিত নেতা-কর্মীদের মাঝে দেখা দেয় হতাশা। এরই মধ্যে গত বৃহস্পতিবার রাতে খবর আসে তাদের প্রিয় প্রবীন নেতা মীর মোশারফ হোসেন নিজ বাড়ি বেলকুচি উপজেলার সূবর্ণসাড়া আসছেন । শুক্রবার সকাল থেকেই নির্বাচনী এলাকার কয়েক হাজার নেতা-কর্মীরা মোটর সাইকেল নিয়ে অপেক্ষা করেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ মোড়ে। বিকেলে তিনি আসা মাত্রই অশ্রু ভেজা চোখে জয় বাংলা স্লোগানে মুখরিত করে নেতা-কর্মীরা। এরপর বিশাল মোটর সাইকেল বহর নিয়ে রওনা হয় শমেসপুর, আমবাড়িয়া, তামাই,চালা, সুবর্নসাড়া, চৌহালী সসহ সর্বস্তরের নেতাকর্মীরা। নিজ বাড়িতে উপস্থিত এক আলোচনা সভায় দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে মীর মোশারফ হোসেন বলেন, আমি ছাত্র জিবন থেকে আওয়ামী রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত আছি। আওয়ামীলীগের জন্য রক্ত দিয়েছি। গ্রেনেড হামলা আহত এ নেতা কান্না জড়িত কন্ঠে আরও বলেন, আওয়ামীলীগকে ভালোবাসি প্রয়োজন হলে আওয়ামীলীগের জন্য জিবন দেব। কে শারীরিক দিক দিয়ে অসুস্থ বা প্রতিবন্ধী তা দেখার বিষয় না। জননেত্রী শেখ হাসিনাকে আমারা ভালোবাসি আর সেই ভালোবাসা থেকে আমরা নৌকাকে ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার জন্য আপনারা দোয়া করবেন আমি জনগনের জন্য যেভাবে কাজ করে আসছি সব সময় যেন এমন ভাবে কাজ করে যেতে পারি । আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশের প্রতি অনুগত থাকবো। এসময় আরো বক্তব্য রাখেন, ঢাকা উত্তর বনানী থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস,এম, আজম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সেলিম, বেলকুচি উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মোতাহার হোসেন সরকার, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আলী, সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাদৎ হোসেন মুন্না, ভাঙ্গাবাড়ি ইউপি প্যানেল চেয়ারম্যান হযরত আলী,সাবেক ছাত্র নেতা ছানোয়ার হোসেন মিঠু, আনসার আলী জয় প্রমুখ উপস্থিত ছিলেন।