কলেজ ছাত্রী শ্লীলতাহানীর শিকার

বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় সহপাঠির হাতে শ্লীলতাহানী ও মারধরের শিকার হয়েছে এক কলেজ ছাত্রী। এ ঘটনায় থানায় ছাত্রীর লিখিত অভিযোগ দায়ের। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাশাইল শহীদ সুকান্ত আবদুল্লাহ কলেজের এইচএসসি পরীক্ষার ফল প্রত্যাশী ছাত্রী ও চেঙ্গুটিয়া গ্রামের চাঁন মিয়া হাওলাদারের মেয়ে মাহমুদা

আক্তার মিতু শনিবার দুপুরে উপজেলা সদরে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাশাইল ওয়াপদা ব্রিজ এলাকায় পৌছলে তার সহপাঠী বড় বাশাইল গ্রামের সেলিম ঘরামীর ছেলে এইচএসসি পরীক্ষার ফল প্রত্যাশী কামরুল ঘরামী প্রকাশ্যে মিতুকে মারধর করে তার শ্লীলতাহানী ঘটায়। এসময় মিতুর মোবাইল ফোন আছড়ে ভেঙ্গে ফেলে কামরুল। স্থানীয়রা মিতুকে উদ্ধার করে রাজিহার ইউনিয়নপরিষদের চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের কাছে নিয়ে যায়।

চেয়ারম্যান বিষয়টি ওসিকে জানালে এসআই শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে ওসি মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, চেয়ারম্যান তাকে ফোনে জানিয়েছিলেন ভুক্তভোগী ছাত্রী ও অভিযুক্তকে আটক করে রাখা হয়েছে। তাৎক্ষনিক পুলিশ পাঠালেও অভিযুক্তকে সেখানে পাওয়া যায়নি। তার পরেও ভুক্তভোগী ছাত্রীকে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে, অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার জানান, কলেজের সভাপতির উপস্থিতিতে কলেজের প্রভাষক বাচ্চু ঘরামীকে দিয়ে তিনি নিজে মোটর সাইকেলে ওই ছাত্রীকে থানায় অভিযোগ করতে পাঠিয়েছেন।