কলেজে ভর্তিকে কেন্দ্র করে: আগৈলঝাড়ায় ছাত্রলীগের দু’গ্রুপের হামলা সংঘর্ষে আহত ১৫

বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় কলেজে ভর্তিকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা সংঘর্ষে ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ভিপি, জিএস, এজিএস সহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এঘটনায় উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী ও আহতসূত্রে জানাগেছে, গতকাল বুধবার দুপুরে উপজেলা সদরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ভর্তির ঘটনা নিয়ে কলেজ ছাত্রসংসদের সমাজ কল্যাণ সম্পাদক বায়েজিদ হোসেন ও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মানজুর সেরনিয়াবাতের মধ্যে বাক-বিতান্ডা হয়। এঘটনার পরে কলেজ ভিপি রাজিব ঘটক ঘটনাস্থলে গেলে তাকে লাঞ্ছিত করে মানজুর সেরনিয়বাত। পরে কলেজের ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রাব্বি হাওলাদার কলেজে প্রবেশ করলে বাকাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বকর পাইক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইকের উপস্থিতিতে রাব্বির উপর হামলা চালিয়ে আহত করে। এঘটনার খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক ঘটনাস্থলে গেলে তার উপরে মানজুরুলের লোকজন ক্ষিপ্ত হয়ে হামলা করে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের ভিপি রাজিব ঘটক, জিএস সজিব মান্নান, এজিএস ইমরান খলিফা, কলেজ ছাত্রলীগ যুগ্ম সম্পাদক রাহাত ফকির, সাংগঠনিক সম্পাদক মানজুর সেরনিয়াবাত, ছাত্রলীগ নেতা সুমন মোল্লা, বাকাল ইউনিয়ন ছাত্রলীগ প্রচার সম্পাদক মনির পাইক, কলেজ ছাত্রলীগ সাবেক যুগ্ম সম্পাদক রাব্বি হাওলাদারসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। এসময় কলেজে ভর্তি হতে আসা শিক্ষার্থীরা আতংকে দিক-বেদিক ছোটাছুটি করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এদের মধ্যে গুরুতর আহত ৮জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত সাংবাদিকদের জানান, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারনে এ ঘটনা ঘটেছে।