‘কলেজছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা’

একাত্তরলাইভডেস্ক: রংপুরে রায়হান (২০) নামে এক কলেজছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।রোববার সকাল ১০টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের বুড়াইল সিঙ্গিমারী এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।রায়হান রংপুরের গঙ্গাচড়া উপজেলার ওমর গ্রামের আবু হেনার ছেলে এবং রংপুর গজঘণ্টা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি স্থানীয় একটি এনজিওতে মাঠকর্মী হিসেবে কাজ করতেন।রায়হানের পরিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে মোবইল ফোনে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।  রাতে তিনি বাড়ি ফেরেনি। সকালে তার লাশ পাওয়া যায়।রংপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এবি এম জাহিদুল ইসলাম জানান, ওই যুবকের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে- এটি একটি পরিকল্পিত হত্যা । লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালে পাঠানো হয়েছে।