একাত্তরলাইভডেস্ক: কাগজ উৎপাদনের কাঁচামাল চুনাপাথরের অভাবে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিলের উৎপাদন বন্ধ হয়ে গেছে।চুনাপাথর সরবরাহকারী ঠিকাদারদের বিল পরিশোধ না করায় ঠিকাদাররা কারখানায় চুনাপাথর সরবরাহ বন্ধ করে দেওয়ার প্রেক্ষিতে মিলের উৎপাদন বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে।মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খান জাভেদ আনোয়ার গত তিন দিন ধরে মিলের উৎপাদন বন্ধ থাকার সত্যতা স্বীকার করেছেন।কেপিএম ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সূত্র জানায়, কারখানায় কাগজ উৎপাদনের অন্যতম কাঁচামাল চুনাপাথর না থাকায় গত শনিবার থেকে আংশিক এবং সোমবার মিলের কাগজ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মিলের আর্থিক সঙ্কটের কারণে চুনাপাথর সরবরাহকারী ঠিকাদারদের বিল পরিশোধ করা সম্ভব না হওয়ায় ঠিকাদাররা মিলের চুনাপাথর সরবরাহ বন্ধ করে দিয়েছে। এতে কাগজ উৎপাদন করা সম্ভব হচ্ছে না।চুনাপাথর সরবরাহকারী ঠিকাদারদের একজন সিদ্দিক আহাম্মদ জানান, গত প্রায় ৬ মাস ধরে চুনাপাথর সরবরাহের বিল পরিশোধ করছে না মিল কর্তৃপক্ষ। চুনাপাথর সরবরাহ দেওয়ার পর প্রাপ্য বিলের জন্য মিলের কর্মকর্তাদের কাছে বার বার ধর্ণা দিয়েও বিল আদায় করতে পারছি না। পাথর সরবরাহের বিপরীতে ঠিকাদারদের লাখ লাখ টাকা বকেয়া পড়েছে। এই অবস্থায় বাধ্য হয়েই ঠিকাদাররা সম্মিলিতভাবে চুনাপাথর সরবরাহ বন্ধ করে দিয়েছে।মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খান জাভেদ আনোয়ার বলেছেন, আর্থিক সঙ্কটের কারণে ঠিকাদারদের বিল বকেয়া পড়েছে। তারা চুনাপাথর সরবরাহ না করায় আপাতত মিলের উৎপাদন বন্ধ রয়েছে। তবে শিগগির এই সমস্যা সমাধান করে মিল উৎপাদনে ফিরবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কর্ণফুলী পেপার মিলের উৎপাদন বন্ধ

October 17, 2016