করণকে আনুশকার না

বিনোদন ডেস্ক : করণ জোহর পরিচালিত অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমাটি মুক্তির অপেক্ষায় দিন গুনছে। এ সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী আনুশকা শর্মা। কিন্তু নির্মাতা করণকে ফিরিয়ে দিলেন আনুশকা শর্মা। অবাক লাগলেও এমনটা ঘটেছে বলে ভারতীয় একটি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, করণ জোহর জনপ্রিয় একজন নির্মাতাই নন। জনপ্রিয় টিভি শো ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানটিও উপস্থাপনা করেন তিনি। এ অনুষ্ঠানে বলিউডের জনপ্রিয় তারকারা অতিথি হিসেবে উপস্থিত হয়ে ব্যক্তিজীবনের অজানা কথা বলে থাকেন। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আনুশকাকে আমন্ত্রণ জানিয়েছিলেন করণ। কিন্তু করণের ডাকে আনুশকা সাড়া দেননি।‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের হট সিটে অনেক তারকাই বসেছেন। কিন্তু এতে বসতে রাজি নন আনুশকা। আর তার কারণ হিসেবে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, আনুশকা শর্মা এখন তার ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলতে ইচ্ছুক নন।বিরাট-আনুশকার প্রেমের সম্পর্ক প্রায়ই খবরের শিরোনাম হয়। কিছু দিন আগে তাদের সম্পর্কের ফাটল ধরেছিল। যদিও তা আবারও জোড়া লাগে। আর বিরাট কোহলি তাদের প্রেমের সম্পর্ক নিয়ে কথা বলতে রাজি নন। আর এই অনুষ্ঠানে করণ জোহর তারকাদের ভেতরের গোপন কথা বের করে আনতেও ওস্তাদ। এতে তার জুড়ি নেই। এ জন্যই করণকে না করেছেন আনুশকা।