ক্রীড়া প্রতিবেদক : সঠিন কম্বিনেশনের কারণে সাফল্য পাচ্ছে না মনে করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পাশাপাশি দেশের ক্রিকেটাররা ভালো করতে না পারায় বিদেশি ক্রিকেটারদের ওপর বাড়তি চাপ পড়ছে বলে মনে করেন তিনি। শুক্রবার বরিশাল বুলসের কাছে হারের পর হতাশ মাশরাফি। সংবাদ সম্মেলনে কম্বিনেশন নিয়ে মাশরাফি বলেন, কম্বিনেশনে সমস্যা হয়েছে। এ কারণে আমরা আমাদের সেরা বোলার রশিদকে খেলাতে পারছি না। স্থানীয় খেলোয়াড়রা স্টেপ আপ করত, তাহলে ১৪০/১৪৫ করলেও রশিদকে আমরা ব্যবহার করতে পারতাম। কিন্তু পারছি না। স্থানীয় খেলোয়াড়রা ফর্মে আসেনি, ফলে বিদেশিরা চাপে আছে। আমরা যদি ব্যাটিং শক্তিশালী করতে চাই তাহলে বোলিং দুর্বল হয়ে যাচ্ছে, আবার বোলিং শক্তিশালী হলে ব্যাটিং দুর্বল হয়ে যায়। ফর্মে নেই কুমিল্লার দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন কুমার দাস। ইমরুল দুই ম্যাচেই রান পাননি। লিটন প্রথম ম্যাচে ওপেনিংয়ে নামলেও আজ তাকে মিডল অর্ডারে নামানো হয়। এখানেও ফ্লপ লিটন। দুই তারকা ক্রিকেটারকে নিয়ে মাশরাফি বলেন, ‘আসলে মাত্র দুইটা ম্যাচ হয়েছে, এখনই গণনা করা কঠিন, এর একজনের দিকে আঙ্গুল তোলাও কঠিন। লিটন এখনও আমাদের সেরা খেলোয়াড়। যে কোনো সময় খেলা বদলে দিতে পারে। ২টি ম্যাচ হারলেও দলের ওপর পূর্ণ আস্থা মাশরাফির। তার বিশ্বাস দ্রুত দল স্বরূপে ফিরে আসবে, ‘আমাদের কাছে এখনও ১০টা ম্যাচ আছে। ধারাবাহিকতা আমাদের জন্য খুব প্রয়োজন। আশা করছি আমরা দ্রুতই স্বরূপে ফিরে আসতে পারব।’
কম্বিনেশনের ঘাটতি দেখছেন মাশরাফি
November 11, 2016