কমিটি বাতিলের দাবিতে শিবচরে ছাত্রদলের বিক্ষোভ

ফকির মোঃ মনিরুজ্জামান মনির
উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নব গঠিত আহ্বায়ক কমিটি বাতিল ও নতুন করে কমিটি গঠনের দাবীতে মাদারীপুরের শিবচরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদলের অপর একটি অংশ ।
জানা যায় , মঙ্গলবার বিকেলে শিবচর পৌর এলাকার হেলিপ্যাড মাঠ সংলগ্ন এলাকায় উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নব গঠিত আহ্বায়ক কমিটি বাতিল ও নতুন করে কমিটি গঠনের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে উপজেলা ছাত্রদলের একটি অংশ । এসময় ছাত্রদলের নেতা কর্মীরা অভিযোগ করেন অনৈতিক ও নিয়মবর্হিভূতভাবে ছাত্রদলের কতিপয় লোকদের নিয়ে জেলা কমিটির নের্তৃবৃন্দ এই কমিটি গঠন করেছে। এখানে দলের ত্যাগী নেতা কর্মীদের কোন মূল্যায়ন করা হয়নি । এই অগ্রহনযোগ্য কমিটি শীর্ঘ্য বাতিল করে নতুন কমিটি ঘোষনা করতে হবে নয়ত আমরা কঠোর কর্মসূচী দেবো । এসময় ছাত্রনেতা সজিব খান , গোলাম রাব্বি , এনামুল মোল্লা , বিএম হেমায়েত হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য , গত ২৮ ডিসেম্বর-১৬ তারিখে মোঃ মোক্তার হোসেন শিকদারকে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ঠ শিবচর উপজেলা ছাত্রদল ও মোঃ নিরব গোমস্তাকে আহ্বায়ক করে ৮ সদস্য বিশিষ্ঠ পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয় । জেলা ছাত্রদলের সভাপতি মোফাজ্জেল হোসেন খান ও সাধারন সম্পাদক অহিদুজ্জামান খান অহিদ নতুন এ কমিটির অনুমোদন দেন ।