কটিয়াদী উপজেলায় ঘোড় দৌড় অনুষ্ঠান

আতিকুর রহমান কাযিন,(কটিয়াদী) কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দক্ষিন-মুমুরদিয়া নতুন বাজার কমিটি উদ্যোগে বিরাট ঐতিয্যবাহী ঘোড় দৌড় অনুষ্টিত হয়।
সভাপতি ছেনু মেম্বার এর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (সাবেক) ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিটু, কটিয়াদী উপজেলার ছাত্রলীগের আহ্বায়ক, তানবিরুল হক রাহাত,ঢাকা উওর মহানগর ছাত্রলীগের সভাপতি সালাউল হক সোহেল। উপস্থাপনা করেন (সাবেক) ছাত্রনেতা  ডা.লিটন সুত্র ধর  ও মুর্শেদ মিয়া প্রমুখ।
অনুষ্টানের পরিশেষে ১ম স্থান অধিকার করেন, সিরাজ মিয়া টোক কাপাসিয়া। ২য় স্থান অধিকার করেন,আবুল মিয়া। ৩য় স্থান অধিকার করেন,সাজু মিয়া মুক্তাগাছা ।