কটিয়াদীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৪৬ তম শীতকালীন আন্তঃস্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা মঙ্গলবার সকাল ১১টায় কটিয়াদী ডিগ্রী কলেজ মাঠে অনুষ্টিত হয়েছে।
সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আব্দুল ওয়াহাব আইন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া)— ২ আসনের জাতীয় সাংসদ সদস্য এ্যাডভোকেট মো.সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলের, কটিয়াদী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, পৌর মেয়র মো.শওকত উসমান (শক্কুর আলী),কটিয়াদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল,কটিয়াদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাথী বেগম, কটিয়াদী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম কিবরিয়া ও কটিয়াদী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.বদিউল আলম মাহ্ফুজ প্রমুখ।

সভাপতি মো.আব্দুল ওয়াহাব আইন উদ্দিন বলেন, ১৪৪ কোটি বই বিনামূল্য  বিতরন করেন এই শিক্ষাবান্ধাব সরকার। তিনি আরো বলেন, প্রতিটি স্কুল ও মাদ্রাসা ছেলে মেয়েকে টুপি ও ক্রেস পরে বিদ্যালয়ে আসার আহ্বান জানিয়ে অনুষ্টান উদ্বোধন করেন।