কটিয়াদী প্রতিনিধিঃ
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রায় গোটা সড়ক জুড়েই গর্ত খানাখন্দ। কটিয়াদী সদর সহ বিভিন্ন ইউনিয়নের কয়েকটি রাস্তার বেহাল দশা অবস্থায় রয়েছে। কটিয়াদী সদরের পশ্চিম পাড়া রামদয়াল ঘোষ এর বাড়ীর সামনে থেকে মাষ্টার বাড়ী ব্রীজ পযন্ত,রাস্তার বিভিন্ন জায়গায় খানা-খন্দর সৃষ্টি হয়েছে। যার কারনে সাধারন পথচারীদের চলাচল এবং যানবাহন চলতে দারুন কষ্টের সম্মুক্ষিন হতে হচ্ছে।
জালালপুর ইউনিয়নের নদীন বাঁধ থেকে নামা ফেকামারা যাওয়ার রাস্তাটি ও বিভিন্ন জায়গায় ভেঙ্গে গেছে, অল্প বৃষ্টি হলেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
জালালপুর ইউনিয়নের স্বর্নিভর থেকে দক্ষিণ-চরপুক্ষিয়া হয়ে পাইকান যাওয়ার রাস্তাটি ও বেহাল দশায় পরিনত হয়েছে।
উল্লিখিত রাস্তা গুলো,জন সাধারনের চলাচলের সুবিধার্থে জন-প্রতিনিধিদের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী মহল।