কচুয়ায় দীর্ঘ ১০ বছর পর খুললো বিএনপি অফিসের তালা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :কচুয়ায় দীর্ঘ ১০ বছরপর বিএনপির প্রধান অফিসের তালা খোলা হল। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দলীয় হাইকমান্ডের নির্দেশে রোববার কচুয়া পৌর বাজারের মেইন সড়কে অবস্থিত উপজেলা জাতীয়তাবাদী দল ও অংগসংগঠনের প্রধান কার্যালয়ের তালা খুলে দেওয়া হয় ।

বিগত ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির অফিসটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ দশ বছর পর তালা খুলে পরিস্কার পরিছন্ন করে দলীয় কার্যক্রম পরিচালনা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপি অফিসের তালা খুলে দেওয়ার ফলে নেতাকর্মীদের উৎসাহ উদ্দিপনা বিরাজ করেছে।