কক্সবাজার-২ ,কারাগার থেকেই নির্বাচনে লড়বেন হামিদ আযাদ

মাহাবুবুর রহমান.কক্সবাজার
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে কক্সবাজার-২(মহেশখালী কুতুবদিয়া) আসনে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদকে চুডান্ত মনোনয়ন দিয়েছে ঐক্যফ্রন্ট। ৯ ডিসেম্বর সকাল ১১ টায় কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোঃ কামাল হোসেনের কাছে জোটের মনোনীত চিঠি এবং ধানের শীষ প্রতীক বরাদ্ধের চিঠি হস্তান্তর করা করা হয়।

কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক আবু তাহের চৌধুরীর নেতৃত্বে জামায়াত নেতৃবৃন্ধ এই চিঠি হস্তান্তর করেন।

এদিকে বিএনপির দূর্গ হিসাবে খ্যাত মহেশখালী কুতুবদিয়া আসনে জামায়াত প্রার্থীতে মনোনয়ন দেওয়াতে বিএনপির কর্মী সমর্থকরা ক্ষুব্ধ হলেও আনন্দ বিরাজ করছে আওয়ামীলীগ শিবিরে।

আলাপ কালে বিএনপি নেতা আতাউল্লাহ,রুহুল কাদের বাবুল,নজরুল ইসলাম,আমিনুল সহ অনেকে বলেন বর্তমান সংকট ময় মুহুর্তে নিশ্চিত বিজয়ী হতে যাওয়া বিএনপির প্রার্থী গত দুই বারের নির্বাচিত সংসদ সদস্য আলমগীর ফরিদকে মনোনয়ন না দিয়ে বর্তমানে কারাগারে থাকা একজন জামায়াত নেতাকে মনোনয়ন দেওয়া খুবই দুঃখ জনক।

এতে আওয়ামীলীগের নিশ্চিত জয় ধরে নিয়ে তারা ইতি মধ্যে বিভিন্ন জায়গায় মিস্টি বিতরণ শুরু করেছে।

এদিকে মহেখালীর বেশ কয়েক জন সচেতন মহলের মতে আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী আশেক উল্লাহ রফিক এবং বিএনপির প্রার্থী আলমগীর ফরিদ শক্তি সামর্থের বিচারে কাছাকাছি তারা নির্বাচন করলে একটি প্রতিদ্বন্ধিতা পূর্ন নির্বাচন হতো।

আর এখন প্রার্থীকে কারাগারে রেখে নির্বাচনে জিতা মোটেও সম্ভবনা। এই সিদ্ধান্তের ফলে পরোক্ষ ভাবে আওয়ামীলীগকে জিতিয়ে দেওয়া হয়েছে।

তবে ভিন্ন মত পোষন করেন জেলা জামায়াতের আমীর মৌলানা মোস্তাফিজুর রহমান তিনি বলেন,হাজার জুলুম নির্যাতনের পরেও আমরা ঐক্যবন্ধ আছি

আমাদের প্রার্থী এর আগেও সংসদ নির্বাচিত হয়েছিল আশা করছি সুষ্ট ভোট হলে আমরা বিপুল ভোটে বিজয়ী হবো।